নিয়ামতপুরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে সরকারের উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত ও বিএনপির অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অডিও কনফারেন্সে যুক্ত থেকে বক্তব্য দেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। খাদ্যমন্ত্রী বলেন, একটি মহল দেশে অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই সরকারের পতন ঘটানো এত সস্তা বিষয় নয়। এই সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। রাজপথে বিএনপির অপকর্মের জবাব দিতে প্রস্তত আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ,সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, সিরাজুল ইসলাম,কামাল উদ্দিন, আইয়ুব আলী, আবেদ আলী দেওয়ান, নুরুল ইসলাম, আঃ সামাদ,যুগ্ন সাধারণ সম্পাদক মনোরঞ্জন মনা, মমতাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আকতার শাহ, দপ্তর সম্পাদক দাউদ মারান্ডি,মহিলা বিষয়ক সম্পাদক রেজিয়া পারভিন,জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবেদ হোসেন মিলন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, , ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন,উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুজ্জামান সাগর, সহ-সভাপতি জমশেদ আলি, , সাধারণ সম্পাদক মোত্তালেব হোসেন বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম মাহমুদ, , অর্থ বিষয়ক সম্পাদক মোর্শেদ আলম মিঠু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রায়হান কবির রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক শাহজামাল,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল বাকী, জাহিদ হাসান রিপন, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আশিকুজ্জামান, যুগ্ন আহবায়ক আরিফ হাসান ইমন প্রমুখ। এর আগে উপজেলা আওয়ামী লীগ , যুবলীগ, মহিলা লীগ , স্বেচ্ছাসেবক লীগ, ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রতিটা ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলার আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ সকল সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মীরা অংশগ্রহণ করেন শতশত নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
১৩ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৪ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
৩৮ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
৪২ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৩ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
৪৪ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে