নিয়ামতপুরে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা বিশ্বের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব মানবাধিকার দিবস যথাযোগ্য পর্যাদায় পালিত হয়েছে। ১০ ডিসেম্বর শনিবার উপজেলার হাজিনগর ইউনিয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও হেকস- ইপার'র সহযোগিতায় এ দিবসটি পালিত হয়। " সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা ও ইয়ুথ নেতৃত্বে নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ এবং কোভিড-১৯ বিষয়ক একটি পথ নাটক মঞ্চস্থ হয়েছে।
ডাসকো ফাউন্ডেশনের হাজিনগর উইম্যান প্লাট ফর্মের সম্পাদক পারুল বোরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান।
সিডিও প্রদীপ কুমারের সঞ্চালনায় উক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন ইয়ুথ নেত্রী মমতা পাহান।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রিভাইভ প্রকল্পের উপজেলা অফিসার জনাব শামসুল হক, সিডিও রুবিয়া খাতুন, আফরুজা খাতুন, ফারুমা খাতুন, আলফা বেগম, জাহাঙ্গীর আলম, জয়দেব চন্দ্র ও নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল। অনুষ্ঠানে বক্তারা আদিবাসীদের নিজেদের দাবি-দাওয়াগুলো সকল মহলে তুলে ধরার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
১৩ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৪ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
৩৮ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
৪২ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৩ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে
৪৪ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে