নিয়ামতপুরে জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ ১২ ডিসেম্বর সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে পালিত হলো ‘জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস’। প্রতিবছর এ দিনে জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দিবসটি পালন করছে।
দিবসটি উদযাপন উপলে সোমবার ১২ ডিসেম্বর সকালে আইসিটি বিভাগে ও উপজেলা প্রশাসন বাংলাদেশের স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা কমপ্লেক্স ভবনের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল।
উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, ইসলামিক ফাউন্ডেশন নিয়ামতপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার (এফএস) হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, উপজেলা প্রেস কাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, জেলা স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল ইসলাম ও উজ্জ্বল হোসেন প্রমূখ। উল্লেখ্য , ২০১৭ সালের ২৭ নভেম্বর বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়়। ২০১৮ সালের ২৬ নভেম্বর আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
১৩ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩৪ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৮ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে
৪২ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৩ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
৪৪ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে