নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার(১৪ ডিসেম্বর) বেলা ১২টায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি, থানার অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদ সদস্য আজাহারুল ইসলাম বুলু, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান। সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, বীরমুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক, সুভাষ কান্ত সরকার, নওগাঁ পল্লী বিদ্যুঃ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম,সমাজসেবা অফিসার আসাদুল্লাহ , নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপজেলা আইসিটির সহকারী প্রোগ্রামার রাসেল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, জেলা স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল ইসলাম।