নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ উপজেলার রঘুরামপুর এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান, উপজেলার পূর্বাচলের রঘুরামপুর এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতাল শেষে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, নিহতের একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
৪ দিন ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে
২০ দিন ১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৫ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে
২৬ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
২৯ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে
৩২ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে
৩৬ দিন ২২ ঘন্টা ২২ মিনিট আগে
৪২ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে