ফতুল্লায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. শাহিন (৪৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটার দিকে ফতুল্লা-মুন্সীগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহিন ফতুল্লা মডেল থানার গোপাল নগর গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি দুই ছেলের জনক।
নিহতের ছোট ভাই সাইদুল ইসলাম বলেন, 'আমার বড় ভাই ভ্যান গাড়ির চালক ছিলেন। আজ দুপুরের দিকে ফতুল্লার মোক্তারপুরের প্লানি ফ্যাশন গার্মেন্টসের সামনের রাস্তায় দ্রুতগামী একটি ট্রাক তার ভ্যানটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানান, আমার ভাই আর বেঁচে নেই'।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
৪ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে
২০ দিন ১৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৫ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
২৬ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে
২৯ দিন ১ ঘন্টা ১৬ মিনিট আগে
৩২ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৬ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
৪২ দিন ১৬ ঘন্টা ২ মিনিট আগে