আজ ১২ ই জানুয়ারি ২০২৩ তারিখে ঢাকা কলেজ ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র ও সকলের পরিচিত মুখ এহতেশামুর রহমান শোভনের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ইতিহাস বিভাগ তৃতীয় বর্ষের সাধারণ শিক্ষার্থীরা।
উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সন্মানিত অধ্যক্ষ প্রফেসর জনাব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জনাব এ.টি.এম. মইনুল হোসেন এবং শিক্ষক পরিষদের সন্মানিত সাধারণ সম্পাদক ও সহযোগি অধ্যাপক ড. মোঃ কুদ্দুস শিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জনাব ফেরদৌসী আমিন সহ ইতিহাস বিভাগের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। উপস্থিত ছিলেন গাইবান্ধা থেকে আগত শোভনের বাবা। প্রধান অতিথি তার বক্তব্যে শোভনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দুঃখ প্রকাশ করেন এবং শোভনের মর্মান্তিক দূর্ঘটনা সবাইকে স্মরণ করিয়ে সর্তক করেন সকল শিক্ষার্থীদের। বাইক চালানোর ক্ষেত্রে সর্বোচচ সতর্কতা অবলম্বনে তিনি সবাইকে পরামর্শ দিয়ে সকল শিক্ষার্থীর সুন্দর জীবন তিনি প্রত্যাশা করেন। এরপর দোয়া ও মুনাজাত পরিচালনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য যে, গত ২৩ অক্টোবর ২০২২ ইং তারিখে শোভন তার নিজ জেলা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাইক দূর্ঘটনায় মর্মান্তিক ভাবে আহত হন এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন। এরপর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইতিহাস বিভাগের এই মেধাবী শিক্ষার্থী। এহতেশামুর রহমান শোভন ঢাকা কলেজ ইতিহাস বিভাগের ২০১৯-২০ সেশনের (২৬ তম ব্যাচ) শিক্ষার্থী ছিলো।
৬ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১১ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৫ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৮ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে
২৩ দিন ৩৯ মিনিট আগে
২৮ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে
৪০ দিন ৪ মিনিট আগে