নরসিংদীতে ২০০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২৩ জুন) দুপুরে শহরের ভেলানগর থেকে ওদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল সোহেল আহমেদ (৩০)। সে সিলেট গোয়াইনঘাট এলাকার রুস্তমপুর গ্রামের নেসার আলীর ছেলে। আমির হোসেন (২৩) সে একই এলাকার ভাঙ্গা হাউর গ্রামের সিদ্দিক আলীর ছেলে। তারা দুইজন ই দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানায় পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ শফিউদ্দিন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় ফেনসিডিল এর একটি চালান নিয়ে দুইজন মাদক ব্যবসায়ী নরসিংদী আসতেছে। পরে আমরা গোপনে একটি বিশেষ অভিযান পরিচালনা করি। এর প্রেক্ষিতে আমাদের টিম নরসিংদী মডেল থানাধীন ভেলানগর ঢাকা টু সিলেট মহাসড়কের পাশে মেহেরুন হার্ডওয়ার এর সামনে পাকা রাস্তার উপর হতে ২০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করি।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
৬৭ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭০ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে
৯১ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৯৪ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
১২৫ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৬৭ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১৭৪ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে
১৮৭ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে