নরসিংদীর পলাশে যুগান্তর পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর কবির এর উদ্যোগে যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষীকিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
১৩ জুলাই ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় পলাশ ঘোড়াশাল পৌর এলাকায় অবস্থিত পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৩ য় মৃত্যুবার্ষীকি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
যুগান্তর পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর কবিরের পরিচালনায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরিফুল হক।আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ সভাপতি আজিজুল হক,সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, প্রচার সম্পাদক মামুন মিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ মনা সহ সংগঠনের নেতৃবৃন্দ বিল্লাল হোসেন, মঞ্জুর হোসেন খান, আক্তারুজ্জামান, নাসিম আজাদ এবং সকল সদস্য উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে মাদ্রাসার ছোট ছোট কোরআনের পাখিরা উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত হয়ে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেন।