পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন খান
নরসিংদীর পলাশে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে পলাশ উপজেলা চত্বরে র্যালী ও আলোচনা সভা এবং প্রদর্শনী কার্যক্রম পালিত হয়েছে।
২৩ জুলাই ২০২৩ রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় পলাশ উপজেলা চত্বরে নির্বাহী কর্মকর্তা রবিউল আলম এর সভাপতিত্বে
"সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন"
জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে পলাশ উপজেলার প্রতিটি দপ্তরের কার্যক্রম প্রদর্শনী, তাৎক্ষণিক সেবা প্রদান, র্যালী, আলোচনা সভা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে এক মেলার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার। অনুষ্ঠানের শুরুতে উপজেলার প্রধান সড়কগুলোতে র্যালী প্রদর্শিন করেন এবং পরবর্তীতে উপজেলা সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার প্রতিটি দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় পলাশ উপজেলা প্রেসক্লাব,পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম ও পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত থেকে উপজেলা পরিষদের প্রতিটি দপ্তরের প্রদর্শনী কার্যক্রম উপভোগ করেন।
আয়োজনেঃ উপজেলা প্রশাসন, পলাশ -নরসিংদী।