পলাশ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মিনার হোসেন খান
নরসিংদীর পলাশে দি ডেন্টিষ্ট পয়েন্টের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ফ্রি ডেন্টাল চেক-আপ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১ অক্টোবর ২০২৩ রোজ রবিবার দি ডেন্টিষ্ট পয়েন্ট এর সত্ত্বাধিকারী কামাল হোসেন এর সভাপতিত্বে ও হাজী মোঃ গোলজার হোসেনের সঞ্চালনায় বাদ মাগরিব দি ডেন্টিষ্ট পয়েন্ট এর ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর এরিয়া ম্যানেজার অসিত কুমার, হেলথকেয়ার ফার্মাসিস্ট লিঃ এর এরিয়া ম্যানেজার নুরুন্নবী, পিএইচপি গ্রুপের ডিলার মোঃ এম এ কাইয়ুম, সুপ্রভাত পলাশ শরীরচর্চা সংগঠনের সভাপতি মোঃ আল হাসান, হাজী মোহাম্মদ নুরুল ইসলাম, পলাশ
সাহিত্য সংসদ কার্যকরী কমিটির সদস্য কবি মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর কো-অর্ডিনেটর মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি শরীফ ইকবাল রাসেল, সিনিয়র সহ সভাপতি আজিজুল হক,সাধারণ সম্পাদক মোবারক হোসেন, মামুন মিয়া, মনির হোসেন,রাসেল,পলাশ উপজেলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক বিল্লাল হোসেন সহ বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন উপলক্ষে সকাল থেকে দিনব্যাপী ফ্রি ডেন্টাল চেক-আপ সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি ডেন্টাল চেক-আপ শেষে প্রতিষ্ঠানের সকল নিয়মিত রোগী ও শুভানুধ্যায়ী সবাইকে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকর আনন্দ উপভোগ করতে কেক কাঁটার মাধ্যমে ও মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠান পালিত হয়েছে। অনুষ্ঠানের শেষ দিকে দি ডেন্টিষ্ট পয়েন্ট এর ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ কামাল হোসেন তার বক্তব্যে বলেন ভবিষ্যতে আরও বেশি সেবা দেওয়ার কথা বলেন এবং অসহায় রোগীদের তিনি ফ্রি ডেন্টাল চেক-আপ ও সেবা প্রদান করার কথা বলেন। দিন শেষে দোয়া মাহফিল এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন। দোয়া মাহফিলে মোনাজাত করেন পলাশ চলনা মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ মুনির হোসাইন।দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করা হয়।