নরসিংদীর পলাশে জনতা আদর্শ বিদ্যাপীঠে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল বেলা জনতা আদর্শ বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক মাসুদ খান এর পরিচালনায় বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর " বিশ্ব শিক্ষক দিবস -২৩" এর প্রতিপাদ্য - ' কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা ' । কোমলমতি ছাত্র ছাত্রীরা বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে শিক্ষকদের সন্মান প্রদর্শন করতে বিভিন্ন প্লেকার্ড লেখা হাতে নিয়ে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে এবং বিদ্যালয়ের আশেপাশের রাস্তাগুলো প্রদক্ষিণ শেষে নিজ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ খান আলোচনা সভায় উপস্থিত ছাত্র ছাত্রীদের দিক নির্দেশনা মূলক কথা এবং ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। আজ আমি একজন শিক্ষক, আমারও শিক্ষক আমি আছে। আজ বিশ্ব শিক্ষক দিবসে নিবেদিতপ্রাণ সকল শিক্ষকদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও শুভকামনা। ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অংঙ্গ সংস্হা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে শিক্ষকদের অবদান স্মরণ করার জন্য প্রতি বছর ৫ অক্টোবর দিবসটি পালন করা হয়। তাছাড়া বাংলাদেশে দ্বিতীয় বারের মতো জাতীয়ভাবে ইউনেস্কো ঘোষিত বিশ্ব শিক্ষক দিবস পালন করা হচ্ছে।
শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। আর নিঃস্বার্থভাবে পরিশ্রম করা সেই শিক্ষকদের মর্যাদা,সন্মান ও তাদের অবদানের কথা আমাদের স্মরণ রাখতে হবে। আলোচনা সভায় বিশ্বের সকল শিক্ষকদের জন্য শুভেচ্ছা ও শুভকামনা প্রকাশ করা হয়।