নরসিংদীর পলাশে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর ২০২৩ রোজ রবিবার বিকাল ৩.৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আরিফ পাঠান এর সভাপতিত্বে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন -২০২৩, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ পলাশ সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড.আবু মোহাম্মদ আজমল মোর্শেদ, নরসিংদী নবধারা শিক্ষা পরিবার এর চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক,ঘোড়াশাল নুর মহসিন গার্লস কলেজ এর সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মাহবুব আমিন,পলাশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ঘোড়াশাল পৌর এলাকার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। তাছাড়া পলাশ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে উক্ত ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন, নবীন বরণ ও আলোচনা সভা এবং সন্ধ্যার পর কলেজের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। নিজেদের কালচারাল ক্লাবের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করে আনন্দে মেতে উঠে। আনন্দ বিনোদনের মাধ্যমে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সমাপনী হয়।