পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন খান
ফিলিস্তিনে অবৈধ দখলদার ইসরায়েলের বর্বর হামলা, অবরোধ, ৯ শতাধিক ফিলিস্তিনি কে হত্যা ও মানবিক বিপর্যয় সৃষ্টির প্রতিবাদে নরসিংদীর পলাশে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর ২০২৩ রোজ শুক্রবার জুমার নামাজের পর পলাশ উপজেলা ওলামা মাশায়েখ পরিষদ এর উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ঈসরায়েল কর্তৃক ফিলিস্তিন মুসলমানদের উপর বর্বর হামলা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পলাশ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল উপজেলা চত্বরে গিয়ে সমাবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ পরিচালনা করেন । ওলামা মাশায়েখ এর ব্যনারে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জাকির হোসেন মৃধা,পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ এর অধ্যাপক ইসমাইল খায়েরী, পলাশ উপজেলা ওলামা মাশায়েখ পরিষদ এর সভাপতি ও পলাশ কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব মাওলানা মাশিহুর রহমান মামুন সহ আরো অনেকে বক্তব্য রাখেন । বক্তাগন অবিলম্বে ফিলিস্তিন মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করার আহবান জানান । অন্যথায় সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করতে বদ্ধপরিকর হবে বলে মত প্রকাশ করেন।