পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন
নরসিংদীর পলাশে বাগপাড়া যুব সমাজের উদ্যোগে ফিলিস্তিনে মুসলিম গণ হত্যা ও অবৈধ ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর ২০২৩ রোজ শুক্রবার জুমার নামাজের পর বাগপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, মধ্য বাগপাড়া জামে মসজিদ ও বাগপাড়া যুব সমাজ এর সমন্বয়ে মানব কল্যাণ হিলফুল ফুজুল সংঘ পলাশ উপজেলা পরিষদের আয়োজনে ফিলিস্তিনে মুসলিম গণ হত্যা ও অবৈধ ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধে পলাশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিলে বাগপাড়া যুব সমাজ সহ দুটি মসজিদের মুসল্লী অংশ গ্রহণ করেন। বাগপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে মধ্য বাগপাড়া জামে মসজিদ হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা জুট মিল ও পলাশ ফায়ার সার্ভিস সড়ক অতিক্রম করে কো অপারেটিভ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মধ্য বাগপাড়া জামে মসজিদ এর খতিব মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম। সমাবেশে ইসরায়েলি পন্য সামগ্রি ব্যবহার বর্জন করার জন্য আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বাগপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব হাফেজ হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম।যুব সমাজ সহ সকল মুসল্লীগন ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ সেই দেশের পণ্য সামগ্রী বিক্রি ও ব্যবহার বর্জনের জন্য অঙ্গীকার করেন।
সমাবেশ শেষ করে পুনরায় বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ মিছিল সমাপ্ত করেন।