নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানির কারনে, জনতা গন ধোলাই দেয় এক দালাল কে।আজ ১১ অক্টোবর মঙ্গলবার সকাল আনুমানিক ১২.৩০ এর দিকে এই ঘটনা ঘটে।দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা জনতার সামনে দিয়া দালালের দৌরাত্ম দেখে বাধা দিতে গেলে দালাল খুব বাজে আচরন করে।
তারপর উত্তেজিত জনতার হাতে গণধোলাইয়ের স্বীকার হয় উক্ত দালাল।তাকে উত্তেজিত জনতা পাসপোর্ট অফিসের গেট থেকে বের করে দেয়।পরে নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিত নিয়ন্ত্রণে নেয়।
বৃহত্তর নরসিংদী জেলার এই আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম নতুন কিছু নয়।প্রতিনিয়ত হয়রানির স্বীকার হচ্ছেন সাধারন জনগন।অনিয়ম দুর্নীতি আর দালালদের কাছে বলতে গেলে এক প্রকার জিম্মি পাসপোর্ট অফিস।
নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন উপজেলার নানা প্রান্ত থেকে শত শত মানুষ আসে।প্রতিদিন অনেক পাসপোর্ট জমা ও ডেলিবারি দেয়া হয়।ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ও মিলেনা কাংখিত সেবা।
অথচ দালালরা পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজেশে নিজেদের কাস্টমারদের কাজ ঠিক ই বের করে আনেন।হয়রানির স্বীকার জনতা বলেছেন, দালালরা টাকার বিনিময়ে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে নিজেদের কাস্টমারদের পাসপোর্ট জমা ও ডেলিবারি নেন অতি সহজেই।অথচ দালাল ছাড়া সাধারন মানুষেরা ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকেও সীমাহীন হয়রানির স্বীকার হতে হয়।
এর কোন প্রতিকার নেই,কেউ প্রতিবাদ করতে গেলে তাকে চরম বাজে ব্যবহারের মাধ্যমে অপমান করা হয়।আজ ও এমনই এক পরিস্থিতিতে জনতা উত্তেজিত হয়ে গণধোলাই দেয় উক্ত দালাল কে।
উপস্থিত জনতা বলেন আর কত হয়রানির স্বীকার হব আমরা পাসপোর্ট অফিসে। জনগনের টাকায় বেতন দিয়ে নিয়োগ প্রাপ্ত কর্মকর্তারা জনগনকে সেবা দিতে হয়রানি করবে।তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এসব হয়রনি বন্ধে।
৬৭ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭০ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে
৯১ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯৪ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
১২৫ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৬৭ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে
১৭৪ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে
১৮৭ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে