নরসিংদী সদর থানার শীলমান্দিতে এক অটোচালকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার শীলমান্দি ইউনিয়নের গণের গাঁ গ্রামের মদনপুর- রায়পুরা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, শীলমান্দি ইউনিয়নের তুলসীপুর গ্রামের ইমান আলীর ছেলে মোঃ কাউসার মিয়া (২৫)। সে একজন অটোরিকশা চালক বলে জানা যায়।
জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই শরীফ তাকে কুপিয়ে হত্যা করেছেন বলে নিহতের স্বজনরা অভিযোগ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে নাশতা শেষে অটোরিকশা নিয়ে বের হন তিনি। মদনপুর-রায়পুরা আঞ্চলিক সড়কের ৬ নম্বর ব্রীজের সামনে পৌঁছালে অপরিচিত কয়েকজন তার পথরোধ করে বুকে ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্ব আহত করে অটোরিকশাটি সেখানে রেখে পালিয়ে যান। পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে কাউসারের লাশ শনাক্ত করেন। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
৬৭ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে
৭০ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৯১ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
৯৪ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২৫ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৬৭ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
১৭৪ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে
১৮৭ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে