যথাযোগ্য মর্যাদায় নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১৭ মে) বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর আয়োজনে ও গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিককের সভাপতিত্বে সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা ও কেক কর্তণ করা হয়।
এ সময় চান্দাই ইউনিয়ন চেয়ারম্যান শাহনাজ পারভিন,জোনাইল ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম,বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। দেশের বাইরে অবস্থান করায় বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।এরপর তাদের প্রবাসে দীর্ঘদিন কাটাতে হয়। আওয়ামী লীগ শেখ হাসিনাকে সভাপতি নির্বাচন করলে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন। এটাই শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়।
আলোচনা সভার একপর্যায়ে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘বাঙালির চিরঞ্জীব আশা ও অনন্ত অনুপ্রেরণার উৎস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের এইদিনে মৃত্যুর হুমকি নিয়ে এ দেশের মাটিতে পা রাখেন। যার ফলে আজকে সারাদেশের চিত্রে শুধু উন্নয়ন আর উন্নয়ন চোখে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এদেশে না আসত তাহলে পাকিস্তানের দোসররা দেশকে লুটেপুটে খেতো।’
১ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৩ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে
৪১ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৩ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৫ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৭ দিন ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭২ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
২৭১ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে