নাটোরের লালপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ( কালব) এর ১৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মে) সকাল ১০ টার সময় উপজেলার গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ( কালব) এর চেয়ারম্যান মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এবং সেক্রেটারী সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কালব এর মেহেরপুর - রাজশাহী বরেন্দ্র চলন খ অঞ্চলের ডিরেক্টর ওয়াজেদ আলী খান, বিশেষ অতিথি ছিলেন নাটোর ও বগুড়া জেলার সহকারী জেলা ব্যবস্থাপক নরোত্তম কুমার বিশ্বাস, গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন, গোপালপুর পৌর বিএম কলেজের অধ্যক্ষ ও সমিতির সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন।