নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার পিবিআই নাটোরের এডিশনাল এসপিকে তদন্ত করে ২৭ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবদেন আদালতে দাখিলের নির্দেশ দেন বাগাতিপাড়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
এর আগে গত ১ জুন (বৃহস্পতিবার) বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামের মরহুম আইয়ুব আলীর স্ত্রী শাহানাজ পারভীন নামের এক নারী বাদী হয়ে নাটোরের বাগাতিপাড়ার আমলি আদালতে মামলাটি করেন। বিচারক শুনানি শেষে ১৫ জুন নির্দেশ দেওয়ার কথা জানান।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাগাতিপাড়া উপজেলার স্যানালপাড়া গ্রামের মহিদুল ইসলাম (৩৬), মাড়িয়া গ্রামের মিজানুর রহমান (৩৬), মাইনুল ইসলাম (৩২) ও আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে তার স্বামী আইয়ুব আলীর কাছে মিথ্যা অভিযোগে টাকা দাবি করে আসছিলেন। পরে প্রধান অভিযুক্ত শহিদুল ইসলাম বকুল এমপি নির্বাচিত হওয়ায় তারা আরো শক্তিশালী হন। তাদের পরামর্শে এমপি শহিদুল ইসলাম আইয়ুব আলীকে তার বাড়িতে ডেকে পাঠান।
২০২০ সালের ২০ ফেব্রুয়ারি ওই নারী, তার স্বামী এবং তাদের সাক্ষীদের এমপি শহিদুল ইসলাম বকুলের বাড়িতে নিয়ে যান অভিযুক্তরা।
এ সময় এমপি বকুল সবার সামনে বলেন, ‘মাড়িয়া গ্রামের সবাই চোর। এই শালাকে বেঁধে ফেল। সাদা স্ট্যাম্পে সই নে। সই না দিলে গাছে ঝুলিয়ে মারপিট কর।”
অভিযোগে আরো বলা হয়, অভিযুক্তরা তার স্বামী আইয়ুব আলীকে বেঁধে ফেলে। এ সময় এমপি বকুল তার স্বামীকে চড়-থাপ্পড় মারতে থাকেন। এক পর্যায়ে তার স্বামী মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সময়ই তিনি বাগাতিপাড়া মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ এমপির বিরুদ্ধে মামলা নেয়নি।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী সুফি মো. মমতাজ রায়হান বলেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে ১৫ জুন আদালত এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন সে অনুযায়ী পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
অপরদিকে মামলার বাদী শাহানাজ পারভীন বলেন, ওই ঘটনার পরে আমার দুই সন্তানকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন এমপি বকুল। কিন্তু চাকরি না দেওয়ায় আমি আদালতে মামলা করেছি।
এ বিষয়ে জানতে এমপি শহিদুল ইসলাম বকুল বলেন, আমার বাড়িতে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আমি জানিও না। রাজনৈতিকভাবে ষড়যন্ত্রমূলকভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এ রকম মামলা করা হয়েছে। তিনি সাংবাদিকদের অনুসন্ধান করে প্রকৃত ঘটনা কি তা তুলে ধরতে অনুরোধ করেন।
১ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৩ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে
৪১ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৩ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৫ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৭ দিন ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭২ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
২৭১ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে