নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া বাজারে আগুনে ২১ টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৭.৫০ মিনিটি এ ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন, বিজিবি'র সদস্য ও দমকল বাহিনীর সদস্যদের ঘন্টা ব্যাপী প্রচেস্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী নুরুল হক জানায়, সকালে বাজারে মনু মিয়ার মুদি দোকান ও এনামুল হক পাখির কাপড়ের দোকান ঘরের মাঝখানে ধোঁয়া বের হচ্ছে দেখে তার চিৎকার শোনে বাজারের লোকজন ছুটে আসে এবং আগুন নিভানোর চেস্টা করে। খবর পেয়ে বিজিবি লেঙ্গুড়া বিওপির সদস্যরা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেস্টা চালায়। পরে স্থানীয়রা কলমাকান্দা ও দূর্গাপুর দমকল বাহিনীকে খবর দেয়। স্থানীয় সুত্রে জানা যায়, দোকান ঘরে কোন লোকজন ছিল না। বাজারের দোকান ঘরগুলো তালাবদ্ধ থাকে।
আগুনে বাজারের ২১টি দোকানঘর সম্পুর্ন পুড়ে গেছে। স্থানীয় লোকজন ও বিজিবি'র সদস্যদের ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসার পর দমকল বাহিনীর কলমাকান্দা ও দূর্গাপুর ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। এর মধ্যে বাজারের ব্যবসায়ী মনোয়ার হোসেন, মনু মিয়া, বেলায়েত হোসেন, শুভ্র মৃধা, এনামুল হক, আজিম উদ্দিন, মোঃ মাসুদ মিয়া, দেলোয়ার হোসেন, পরিমল বনিকসহ ২১ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন। লেঙ্গুড়া বাজার ব্যবসায়ী বনিক সমিতির সভাপতি মোঃ মিলন মিয়া বলেন, আগুনে মালামাল সহ ২১টি দোকান সম্পুর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, খবর পাওয়ার সাথে সাথে যদি দমকল বাহিনীর কর্মীরা আসতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমান অনেক কম হতো। এ বিষয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের দায়িত্বে থাকা লিডার মোঃ শাহজাহান বলেন, সকাল ৮.১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত থেকে দূর্গাপুর ইউনিটসহ আগুন সম্পুর্ন নিয়ন্ত্রনে নিয়ে আসি। আগুন লাগার স্বল্প সময়ের মধ্যে ২১টি দোকান মালামাল সহ সম্পুর্ন পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
২১ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে
৩৯ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে
৪৪ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৬ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬২ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬২ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮০ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে
১১৪ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে