আমি পুরুষ— মহাপুরুষ
আমার শিরায় বয়েছে—
মহা যুদ্ধার খুন!
আমি বীর— মহাবীর
রণতরীর সৈনিক—
উত্তাল তরঙ্গে আমি শ্রেষ্ঠ বনিক!
আমি মহাযুদ্ধের সাহসী অঙ্গন—
আমার সাথে হয়েছে
তপ্ত লাশের আলিঙ্গন!
আমার গায়ে লেগেছে—
বর্ষা,তীর মরমর
বুকে দিয়েছি শত শহীদের কবর!
আমার চোখে নেয়
ভালো লাগার ফুল—
আছে শুধু প্রতিশোধ
আর অগ্নিকুল!
আমি শুধু জানি—
আমি পুরুষ— এক মহা পুরুষ!
৭ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে
২৫ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে
৩০ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৩ দিন ২ মিনিট আগে
৪৮ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৮ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে
৬৬ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
১০০ দিন ২৩ ঘন্টা ১৫ মিনিট আগে