নেত্রকোণার কলমাকান্দায় বান্ধবীর বোনের বিয়ের দাওয়াতে আসার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন গার্মেন্টস কর্মী (২৫)।
ভুক্তভোগী ময়মনসিংহের ভালুকা মাষ্টারবাড়ি এলাকায় একটি গার্মেন্টেসে চাকুরি করেন। এমন অভিযোগ দায়ের করার একঘন্টার মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে থানা -পুলিশ। শুক্রবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
এদিকে ভুক্তভোগী তরুণীকে নেত্রকোনা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে জবানবন্দি গ্রহনণের জন্য আদালতে নেওয়া হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মৃত হাবিবুর রহমানের ছেলে মো. আপেল মিয়া (৩০), মৃত আরশাদ মিয়ার ছেলে মো. রনি মিয়া (৩০) ও ফজলুল হক ওরফে ফজলের ছেলে হানিফ মিয়া (৩০)। তারা সকলে উপজেলার খাতে সালেঙ্গা গ্রামের বাসিন্দা। এজাহারভুক্ত আরেক আসামি একই গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে মো. চান মিয়া (৪০) পলাতক রয়েছেন। এছাড়া এ মামলায় আরো চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
জানা গেছে , ভুক্তভোগী বান্ধবীর ছোট বোনের বিয়ের দাওয়াতে গত বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে নৈশ বাসে পাবই মোড়ে নামেন। সালেঙ্গা গ্রামে বান্ধবীর বাড়িতে নিয়ে যাবার জন্য আপেল মিয়া ও চান মিয়াকে অনুরোধ করেন।
তারা রাত ২টার দিকে বান্ধবীর বাড়িতে না নিয়ে আপেল মিয়া তার বসত ঘরে নিয়ে যান। সেখানে খুনের ভয়ভীতি দেখিয়ে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাত আরো চারজন মিলে পালাক্রমের ধর্ষণ করেন ওই গার্মেন্টস কর্মীকে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে মামলা নেওয়া হয়েছে এবং এক ঘন্টার মধ্যে তাদেরকে খাতে সালেঙ্গা গ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তবে তারা পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আরেক এজারভুক্ত আসামিসহ অন্যান্য অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে জানান তিনি।
৭ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে
২৫ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে
৩০ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে
৩২ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৮ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৪৮ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে
৬৬ দিন ১৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
১০০ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে