নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা গরু সহ তিনজনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে আজ।
মামলা সুত্রে জানা যায়, গত বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই খালেদ ফিরোজ নয়ন সঙ্গীয় ফোর্স সহ চিলাহাটি বউবাজারে গরু বহনকারী একটি নছিমন আটক করে। নছিমনে থাকা তিনজন লোক পালানোর চেষ্টা করলে, পুলিশ তাদেরকে আটক ও ৫টি গরু উদ্ধার করে। এরমধ্যে দুটি ভারতীয় গরু ছিল। উদ্ধারকৃত গরু দুটির বর্তমান বাজার মূল্য ৪৯ হাজার টাকা।
আটককৃত আসামিরা হলেন—ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর গোমনাতী মাস্টারপাড়া এলাকার করিম উদ্দিনের পুত্র মস্তু হোসেন (৫৯), কেতকীবাড়ী ইউনিয়নের উত্তর কেতকীবাড়ী বিওপি স্কুল এলাকার মৃত শহর উদ্দিনের পুত্র সামছুল (৬০) ও একই ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ী গুয়াবাড়ি এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র আব্দুল হান্নান (৪৫)।
এবিষয়ে ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ করিম জানান, দুটি ভারতীয় গরুসহ তিনজনকে গ্রেপ্তার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
৩ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১০ দিন ৫১ মিনিট আগে
১০ দিন ৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে