জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক ইসলামপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারী আটক নদীতে জেলের জালে ধরা পড়ল কাছিম সাংবাদিকের ওপর হামলা বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে: জয়পুরহাটে মাওলানা রফিকুল ইসলাম খান "নলছিটি পাবলিক লাইব্রেরিতে বাংলা নববর্ষে সাংস্কৃতিক প্রতিভার উন্মেষ" কুবি'র 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু পীরগাছায় বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি গঠন!! সভাপতি মুফতি আশরাফুল, সম্পাদক আবু শাহমা ও সাংগঠনিক আব্দুল আহাদ সাংবাদিকের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শ্রীমঙ্গলে 'কিডস ইংলিশ জোন' এর শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তজুমদ্দিনে ফিলিস্তিনের পক্ষে গণজোয়ার। জয়পুরহাটে মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও বেল্ট বিতরণ ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন যৌথবাহিনীর অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৩ বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা কমিটি গঠন করা হয়েছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭

কিশোরগঞ্জে মাদ্রাসা সুপারের মনোনীত ব্যক্তিকে নিয়োগ দিলেন ডিজি প্রতিনিধি

 নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপারের ভাতিজা ও ভাতিজার স্ত্রীকে লোক দেখানো পরীক্ষা নিয়ে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে মাদ্রাসায় সুপারের আপন বড় ভাই মোসলেম উদ্দিনের ছেলে আল আমিনকে নিরাপত্তা কর্মী হিসাবে ও আর এক ভাই কেতাব উদ্দিনের ছেলে গোলাম মোস্তফার স্ত্রী কাছনাকে আয়া পদে নিয়োগের জন্য মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় মাদ্রাসার সুপার শামসুল আলম। দুই পদের জন্য শামসুল আলমের দেয়া নামধারী কতিপয় পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলে সংবাদকর্মীরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের লাইব্রেরিয়ান কাম ডকুমেন্টশন অফিসার (ডিজি প্রতিনিধি) মেহেরুন নেছাকে অবহিত করলে তিনি কারো কোন কথা না শুনিয়ে রুমের দরজা বন্ধ করে দিয়ে গোপনে পরীক্ষার কাজ সম্পন্ন করেন। ওই মাদ্রাসা সুপার শামসুল আলমসহ তার পরিবারের মোট ৪ জন ওই মাদ্রাসায় নিয়োগ নিয়ে পরিবারতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করেছে। সুপার কৌশলে সহ-সুপার পদে তার আপন জামাতা আব্দুল কাদের,আপন ছোট ভাই লুৎফর রহমান অফিস সহকারী ও নৈশ প্রহরী হিসাবে বড় ভাই আকতার হোসেনকে চাকুরী দেয় মাদ্রাসা সুপার শামসুল আলম। আবার নিরাপত্তা কর্মী হিসাবে আপন ভাতিজা ও ভাতিজা বউকে চাকুরী দেয়ার পায়তারা করছে সুপার শামসুল আলম। আর এ বিষয়ে মাদ্রাসা সভাপতি তোফাজ্জল হোসেন কিছু না জেনেই মিথ্যা তথ্য দিয়ে কৌশলে নিয়োগ পত্রে স্বাক্ষর গ্রহন করেন। পরীক্ষা কমিটিতে সুপার শামসুল আলম না থাকলেও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের লাইব্রেরিয়ান কাম ডকুমেন্টশন অফিসার (ডিজি প্রতিনিধি) মেহেরুন নেছা তার উপস্থিতিতে পরীক্ষা গ্রহন করেন।
মোটা অঙ্কের বিনিময়ে কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ টি এম নূরুল আমিন শাহকে ম্যানেজ করে এ পরীক্ষা নেয়া হয় বলে একটি সূত্র জানিয়েছে। নিয়োগের পূর্বে মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে দর কষাকষি নিয়ে সমঝোতা না হওয়ায় গতমাসের ৭ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষা বাতিল করা হয় এবং আজ শুক্রবারের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।
যাদেরকে নিয়োগ চুড়ান্ত করা হয়েছে তাদের মধ্যে কাছনা ও আল আমিন নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ ও পত্রিকার নাম বলতেও পারেনি। কাছনাকে জিজ্ঞেস করা হলে স্থানীয় পত্রিকার যুগের আলোর নাম বলতে পারলেও দৈনিক মানবজমিন পত্রিকার স্থানে মানববন্ধন পত্রিকা বলে দেয়। একই ভাবে আল আমিনও পত্রিকার নাম মানববন্ধন বলে দেয়। এর ফলে যোগ্য প্রার্থীরা ওই প্রতিষ্ঠানে চাকুরী থেকে বঞ্চিত হচ্ছে। ওই এলাকার আব্দুল করিম বলেন,এ নিয়োগ বাতিল না করলে আমরা প্রশাসনের ঊর্ব্ধতন কর্মকর্তাকে অভিযোগ দিব।
বাহাগিলী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার শামসুল আলম বলেন, টাকা ছাড়া কি নিয়োগ এমনি হয়। আপনাদের কাজ আপনারা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ টি এম নূরুল আমিন শাহ্ কে প্রশ্ন করা হলে তিনি কোন সদূত্তোর দিতে পারেনি।
ওই মাদ্রাসার সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, আমি নিয়োগের বিষয় কিছু জানি না। আপনারা সুপারের সাথে কথা বলেন।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের লাইব্রেরিয়ান কাম ডকুমেন্টশন অফিসার (ডিজি প্রতিনিধি) মেহেরুন নেছাকে প্রশ্ন করা হয় কত টাকার বিনিময় পকেট নিয়োগ দিয়েছেন? এ বিষয়ে কোন উত্তর না দিয়ে মুখ ঢেকে গাড়িতে উঠার চেষ্টা করনে তিনি। সাংবাদিকদের তোপের মুখে পড়েন তিনি পরে জোর জবর করে গাড়ীতে উঠে বসেন এবং ফলাফল প্রকাশ না করে দ্রুত ওই মাদ্রাসা থেকে চলে যান।




Tag
আরও খবর