নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে থাই ও ভিসা প্রতারনার অভিযোগে চারজনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। এর আগে গতকাল রাতে উপজেলার দুরাকুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উত্তর দুরাকুটি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শামসুজ্জামান(২৭), দুরাকুটি পাটোয়ারী পাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোরসালিন ইসলাম (১৮),একই এলাকার ওমর গনির ছেলে রাকিব শাহ (২৩) ও আবু হামজালের ছেলে হাসু ইসলাম (২৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণার সাথে জড়িত ছিলেন। প্রবাসীদের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে কোটি টাকা হাতিয়েছেন। এ জুয়ারিরা অনলাইন ভিত্তিক ডিজিটাল জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেন।
এবিষয়ে ওসি আরও বলেন, আটককৃতদের একজনকে এর আগে ডিবি পুলিশ আটক করেছিলো তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা আছে। বাকি তিনজনের কাছে এখনো তেমন প্রমাণ না পাওয়ায় ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছ। এবিষয়ে অভিযান অব্যাহত আছে।
১ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে
২ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে