যুব
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে নবনির্মিত টেনিস কমপ্লেক্স, নোয়াখালীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬ নভেম্বর) শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি উপস্থিতিতে নবনির্মিত টেনিস কমপ্লেক্স, নোয়াখালীর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, পিপিএম, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু সহ নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্টগণ।