ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় সহযোগিতা, জাপা নেতার বিরুদ্ধে মামলা! নোয়াখালীত আনিত মিথ্যা অভিযোগে সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সভা ঝিনাইগাতীতে দম্পতিদের জন্য জেন্ডার ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এলাকায় বিষবাষ্প নাকি পূর্ব শত্রুতায় ঘরে আগুন ববি অধ্যাপককে আওয়ামী দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি- শিক্ষার্থীদের বিক্ষোভ ক্ষেতলালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা ও ষাঁড় গরু বিতরণ তদন্ত কমিটির বিচার কার্যকাল বিলম্ব হওয়ায় বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কুবির মিডিয়া ল্যাবে সরঞ্জাম নেই, তবু পরিশোধ পুরো বিল ঈশ্বরগঞ্জে পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি কুলিয়ারচর সরকারি কলেজে নতুন অধ্যক্ষ মোঃ রেহাছ উদ্দিন বানিয়াচংয়ে বোরো ধান কর্তন উৎসব মোংলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে বিএনপি নেতার মৃত্যু পীরগাছা গরু-ছাগলের হাট এখন সুখানপুকুর হেলিপ্যাডে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণ, প্রকৌশলীর বিরেুদ্ধে ঝাড়ু মিছিল দিয়ে এলাকাবাসী সেনবাগ নবীপুরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনে দস্যু আতঙ্ক, কোস্ট গার্ডের অভিযানে বনজীবিদের স্বস্তি

শিক্ষকের ভুলে এক বিদ্যালয়ের ৪০জন পরিক্ষার্থী, সবার ফলাফল স্থগিত

ফলাফল স্থগিত


শিক্ষকের ভুলে এক বিদ্যালয়ের ৪০জন পরিক্ষার্থী, সবার ফলাফল স্থগিত


নোয়াখালী জেলার  সেনবাগ উপজেলায় এক বিদ্যালয়ের ৪৩ জন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীর ফলাফল স্থগিত থাকায় বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষে ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। যদিও বিষয়টি আগে থেকেই জানতো স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে সংশ্লিষ্টরা বলছেন, এ নিয়ে চিন্তার কিছু নেই। দু-এক মাসের মধ্যে স্থগিতকৃতদের ফলাফল প্রকাশিত হবে।

সেনবাগ উপজেলার ৮নং ইউনিয়নের  বিজবাগ নবকৃষ্ণ উচ্চবিদ্যালয়ে সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে বারোটা থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়।


বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ফলপ্রার্থী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২০ সালে সেনবাগ উপজেলার বিজবাগ নবকৃষ্ণ উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেণিতে ভর্তি হওয়া ৪৩ জন শিক্ষার্থী সে বছর বর্ষ সমাপনী পরীক্ষায় ১৪ বিষয়ে অ্যাসাইনমেন্টের খাতা জমা দিয়েছিল। কিন্তু ভুলবশত বিদ্যালয় থেকে শিক্ষা বোর্ডে ১৩ বিষয়ের নম্বর পাঠানো হয়েছে। এ কারণে বোর্ড থেকে এবছর একই বিদ্যালয়ের এসএসসি সাধারণ শাখার শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হলেও ভোকেশনাল শাখার ৪৩ জন শিক্ষার্থীর ফলাফল স্থগিত রাখা হয়। এ বিষয়টি এর আগেও শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের অবগত করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১২টায় এসএসসি ফলাফল ঘোষণার পর ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা তাদের ফলাফল না দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। বেলা একটার দিকে শিক্ষার্থীরা পার্শ্ববর্তী বাজার থেকে তালা কিনে এনে বিদ্যালয়ের শিক্ষকদের অফিসকক্ষের দরজায় ও ফটকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফলাফলে দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এতে বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা কক্ষের ভেতর অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে তাদের স্থগিত ফলাফল প্রকাশের আশ্বাস দেওয়ার পর বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা তালা খুলে দেয়।


শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। এবিষয়ে সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, এসএসসি ভোকেশনাল শাখা চালু হয়েছিল ২০২০ সালে। ওই বছরই প্রথম ব্যাচের নবম শ্রেণির শিক্ষার্থীদের ১৪ বিষয়ের অ্যাসাইনমেন্টের মধ্যে ১৩ বিষয়ের অ্যাসাইনমেন্টের নম্বর বোর্ডে পাঠানো হয়েছে। বাকি এক বিষয়ের নম্বর না পাঠানোর কারণে বোর্ড থেকে ফলাফল স্থগিত করা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বলেন, এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমার  পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা হয়েছে। এক-দুই মাসের মধ্যে এদের সমস্যার সমাধান হবে আশা করছি। এতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে ভর্তি হতে কোন সমস্যা হবে না। শিক্ষার্থী এবং অভিভাবকদের এ বিষয়ে এর আগেও একাধিকবার জানানো হয়েছে। শিক্ষার্থীদের বুঝিয়ে বলা হয়েছে, তবু শিক্ষার্থীরা অন্যদের ফলাফল প্রকাশিত হতে দেখে মন খারাপ করে বিদ্যালয়ে তালা দিয়েছে। বিকেল পাঁচটা ৪৫ মিনিটের দিকে তালা খুলে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও খবর







সেনবাগে বাংলা নববর্ষ ১৪৩২ পালিত

৩ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে