নোয়াখালীতে কক্সবাজারের মহিলা ইয়াবা ব্যবসায়ী সহ গ্রেফতার ৩।
রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি :
কক্সবাজার জেলার কুখ্যাত মহিলা মাদক কারবারি নোয়াখালীর বেগমগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলা পুলিশ সুপারে দিকনির্দেশনায় বেগমগঞ্জ মডেল থানার ওসির নেতৃত্বে ১১’শ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃত মাদক কারবারিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এরআগে, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া ব্রীজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিনারা বেগম (৪৫) কক্সবাজার জেলার টেকনাফ থানার ৮ নং হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুস সালামের মেয়ে, আমির উদ্দিন (৪৮) সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের চরপানা গ্রামের আমির উদ্দিনের বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তরবাগ্যা গ্রামের মো. শফি উল্যার ছেলে কামাল হোসেন (৪০)।
এ বিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম দেশচিত্র কে বলেন,গোপন সংবাদের ভিত্তিত্তে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ১১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার করে। এ সময় কক্সবাজারের ইয়াবা কারবারি মিনারা বেগমের কাছ থেকে ৮’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘন্টা ৬ মিনিট আগে
৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
১ দিন ৩৮ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে