শুক্রবার (৩ ফেব্রুয়ারী ) নোয়াখালী জেলা পুলিশ লাইন্স মাঠে নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে সরকার কর্তৃক জারীকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের সকাল ৭ টা হতে নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে ২য় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরিক্ষা সম্পন্ন হয়েছে।
Physical Endurance Test (PET) পরীক্ষায় নোয়াখালী জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম (পিপিএম - বার), ঢাকার পুলিশ সুপার (এসবি) ওহাবুল ইসলাম খন্দাকার, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বিজয়া সেন, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মোজ্জামেল হোসেন রেজা, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, পিপিএম, নোয়াখালী সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাশ, নোয়াখালী সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) আমান উল্লাহ। পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিদ্বয় সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসপি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আবারো ধন্যবাদ জানাতে চাই, অনেকটাই শৃঙ্খলভাবে তোমরা প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে এখন পর্যন্ত টিকে আছো।
তিনি আরো বলেন, আগামীকালের ইভেন্টর জন্য প্রার্থীদের মেন্টালি প্রিপারেশন নিয়ে মাঠে আসার কথা বলেন। যদি কেউ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্র আগামীকাল দেখাতে ব্যর্থ হও তাহলে, তোমাদের কোন ইভেন্টেই অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে উল্লেখ করেন। সকলকে ডিসিপ্লেন ওয়েতে যথা সময়ে মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
আগামীকাল (৪ মার্চ ২০২৩) তারিখ ২য় দিন উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইন্স নোয়াখালীতে Physical Endurance Test (PET)- এর ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ৪ মিনিট আগে
২ দিন ৩৬ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ৪ মিনিট আগে