যুক্তরাজ্যের লন্ডনের সেডনবার্গে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মো. মিজানুর রহমান(৪১) নামের এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশীসহ আরও ২৩ জন।
নিহত মিজানুর রহমান ১৩ দিন আগে ভ্রমণ ভিসায় লন্ডনে গিয়েছিলেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ মার্চ ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লন্ডনের রয়্যাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর। নিহত মিজানুর রহমান নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের আবদুর রবের ছেলে। তিন ভাই তিন বোনের মধ্যে মিজান ছিলেন দ্বিতীয়। মিজানের এক ছেলে ও এক মেয়ের রয়েছে।
৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, মিজানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বাবা আবদুর রব জানান, মিজানুর রহমান দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। ২০১৯ সালের প্রথম দিকে দেশে আসেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারী লন্ডনে যান মিজানুর। গত শনিবার রাতে নিজ বাসায় অন্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েছিলেন মিজানুর। রাত ১২টার দিকে বাসায় থাকা একটি মোটরচালিত সাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়। ব্যাটারির আগুন ছড়িয়ে বাসায় থাকা গ্যাস সিলিন্ডারে লাগলে সেটিও বিস্ফোরণ হয়ে পুরো বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসায় থাকা মিজানসহ ২৪ জন দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে লন্ডনের রয়্যাল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।
মিজানের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়ি সেনবাগে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত সময়ের মধ্যে মিজানুর রহমানের মৃতদেহ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।
১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ৪ মিনিট আগে
২ দিন ৩৬ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ৪ মিনিট আগে