পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় পার্টি, বিএনপি, বিভিন্ন সামাজিক, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের স্লোগানে পুরো স্মৃতিফলক প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
পরে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।
উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সবুজ মৃধার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাচিনা বেগম, ওসি হাফিজুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ড. আবদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ আজিজ মল্লিক প্রমুখ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিল।
এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া প্রার্থনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি সমাপ্তি করা হয়।
৫ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে
৪১ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫১ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬৫ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৭৪ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭৫ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে