পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৪০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৯ মার্চ) বিকালে ও রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার পশ্চিম সুবিদখালী (আশ্রাফ ব্রিক ফিল্ড সংলগ্ন) গ্রামের সামসুল হক হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (৩৬) ও উত্তর সুবিদখালী গ্রামের সতীশ হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪৩)। তারা এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানায় পুলিশ।
পুলিশ আরো জানায়, শুক্রবার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম পৃথকভাবে অভিযান চালিয়ে দেউলী সুবিদখালী ইউনিয়নের গোলখালী এলাকা থেকে বিকাল সাড়ে পাঁচটার দিকে রুবেল হাওলাদারকে ১৫০ (একশত পঞ্চাশ) পিচ ইয়াবাসহ আটক করে এবং রাত সোয়া নয়টার দিকে সুবিদখালী মহিলা কলেজ সংলগ্ন থেকে ৯০ (নব্বই) পিচ ইয়াবাসহ বাবুল হাওলাদারকে আটক করা হয়। পরে তাদেরকে মির্জাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে নিয়মিত মামলা রুজু করা হয়। মির্জাগঞ্জ থানা ওসি হাফিজুর রহমান বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
৫ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে
৪১ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫১ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬৫ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৭৪ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭৫ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে