পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার স্বতন্ত্র সাংবাদিক সংগঠন মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মার্চ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। সংগঠনটির সভাপতি মো. ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী।
সংগঠনটির সাধারণ সম্পাদক সোহাগ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সহ-সভাপতি আঃ বারেক সিকদার, অধ্যাপক ইউনুস আলী সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সবুজ মৃধা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান শামসুল আলম মৃধা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক রফিক জোমাদ্দার প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ওবায়দুল্লাহ বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
৫ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে
৪১ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫১ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬৫ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৭৪ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭৫ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে