পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক হওয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজি (৪৮) কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, জাহাঙ্গীর ফরাজীকে আটকের পর তার কর্মী-সমর্থকরা ওইদিনই দুপুরে তার মুক্তির দাবিতে একটি মিছিল নিয়ে মির্জাগঞ্জ থানার সামনে প্রায় ঘন্টাব্যাপী অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। কিন্তু তাতে কোন ৱাভ হয়নি, শেষ পর্যন্ত পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর ফরাজির নিজ বাসায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এসময় বাসার দুটি ভিন্ন কক্ষে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
২৬ দিন ১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৬ দিন ১৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৫০ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৫৯ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৬০ দিন ২৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৬২ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
৬৫ দিন ২১ ঘন্টা ৬ মিনিট আগে