রংপুরের মিঠাপুকুর উপজেলায় সার ও বীজ বিষয়ক মনিটরিং কমিটির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বৃতির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেজবাহুর রহমান মঞ্জু,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম,মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান ও শুকুরেরহাট ডিগ্রি কলেজের সভাপতি সেলিম মন্ডলসহ প্রমূখ।
সভায় উপজেলার প্রতিটি সার ও বীজ ডিলারের দোকানে তদারকি করার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে সার্ব¶ণিক তদারকির জন্য উপস্থিত। এছাড়া বরাদ্দকৃত সার গাড়ি থেকে নামানোর সময় উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত থাকতে হবে। সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করতে হবে। চাহিদা মোতাবেক সারের বরাদ্দ না পাওয়ায় অতিরিক্ত সারের প্রয়োজন হতে পারে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ইউনিয়নের জন্য নিয়োগপ্রাপ্ত ডিলার তাকে সেই ইউনিয়নের সার মজুত নিশ্চিত করতে হবে এবং কৃষকদের সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে হবে। এসময় মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নে সারের ডিলারগণ উপস্থিত ছিলেন।
১০ ঘন্টা ৩১ মিনিট আগে
১১ ঘন্টা ১০ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে