শেরপুর জেলা কারাগারে একটি মামলায় মো. আল আমিন (২৫) নামে এক হাজতি হাজতবাস থাকা অবস্থায় ২৬ এপ্রিল বুধবার সকাল ৮টার দিকে অসুস্থ হওয়ায় কারাগার কর্তৃপক্ষ শেরপুর জেলা সদর হাসপাতালে তাকে ভর্তি করলে পরে চিকিৎসাধীন অবস্থায় সে ওই দিন সকাল পৌনে ৯টার দিকে মারা যায়। হাজতি মো. আল আমিন নকলা উপজেলার উরফা ইউনিয়নের লয়খা গ্রামের জনৈক শরাফত আলীর ছেলে। হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, নকলা উপজেলার লয়খা গ্রামের বাসিন্দা মো. শরাফত আলীর মাদক সেবী ছেলে মো. আল আমিন একটি মারামারি মামলায় গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে শেরপুর জেলা কারাগারে হাজতি নং ৪৫৪/২৩ হাজতবাস করে আসছিল। বুধবার সকাল ৮টার দিকে কারাগার অভ্যন্তরে আল আমিন পায়চারী করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা উদ্ধার করে। পরে তাৎক্ষণিক কারাগার কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সকাল পৌনে ৯টার দিকে হাজতি মো. আল আমিন হাসপাতাল বেডে মারা যায়।এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেলের উপস্থিতিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে মো. আল আমিনের মৃতদেহ সূরতহাল রিপোর্ট তৈরি শেষে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত সম্পন্ন শেষে কারাগার কর্তৃপক্ষ আল আমিনের মৃতদেহ তার বাবা শরাফত আলীর কাছে হস্তান্তর করেন।
১ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৭ মিনিট আগে