শেরপুরের ঝিনাইগাতীতে কুয়া খনন করতে গিয়ে দুই ভায়রার অকাল মৃত্যুতে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। ১৫ এপ্রিল মঙ্গলবার রাতে প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবার দুটিকে চালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভূঁইয়াবাড়ি ও রাংটিয়া গ্রামে মৃত নিরঞ্জন কোচ এবং নারায়ণ কোচের বাড়িতে যান। এ সময় তিনি নিহত উপার্জনক্ষম দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান। ইউএনও অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল দুটি পরিবারকে আর্থিক সাহায্য এবং গ্রামবাসীর পানির সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প প্রদানের আশ্বাস দেন। ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যুতে অসহায় দুটি পরিবারকে তাৎক্ষণিক সাহায্য হিসেবে চালসহ অন্যান্য খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়া পরিবার দুটিকে আর্থিক সাহায্যের জন্য জেলা প্রশাসক বরাবর অর্থ বরাদ্দ চেয়ে তিনি চিঠি লিখেছেন। বরাদ্দ পাওয়ামাত্র তাদেরকে অর্থ সহায়তা প্রদান করা হবে। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রবিবার বিকেলে নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়াবাড়ি গ্রামে কূপ খনন করতে গিয়ে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়াবাড়ি গ্রামের নীলমোহন কোচের ছেলে নিরঞ্জন কোচ (৩৫) ও রাংটিয়া গ্রামের নিপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৪৫) নিহত হন। তারা দুজনই ভায়রা ভাই।
১ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৫ মিনিট আগে