শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবক শ্রীবরদী উপজেলার খাড়ামোড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। ৬ ফেব্রুয়ারি সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে উপজেলার রাঙ্গাজান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের নির্দেশে শ্রীবরদী থানা পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদসহ সাইফুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক সাইফুল ইসলামের বিরুদ্ধে শ্রীবরদী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেন।