শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ভোরে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে প্রভাতফেরি র্যালির মাধ্যমে নওকুচি সোনে স্কুল চত্ত্বরে অর্ধনমিত পতাকা উত্তোলন, এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও যুবদের অংশগ্রহণে স্কুলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, র্যালী শেষে চিত্রাংকন, রচনা, মাতৃভাষায় ছড়া, নাচ, গান প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোস্তফা কালাম এছাড়াও বক্তব্য রাখেন প্যাক সদস্য শ্রী নীলমাধব হাজং, এসএমসি সভাপতি মো: ফজল মিয়া, যুব ও জিএনজি নেতা ধর্মেন্দ্র কোচ, সোনে ইন্টারন্যাশলাল বাংলাদেশ নওকুচি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন, এসআইএল এর শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, এসআইএল এর ফিল্ড সুপারভাইজার রয়েল কোচ ও ডেফলাই গ্রামের জিএনজি নেতা বিপাসা হাজং এবং এমএলই স্কুলের শিক্ষিকাগণ। আলোচনা সভা শেষে চিত্রাংকন, রচনা, মাতৃভাষায় ছড়া, নাচ ও গান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।