শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় কারিতাস মর্যাদাপূর্ণ টেকশই আর্থসামাজিক ক্ষমতায়ণ (সিডস) কর্মসূচীর উদ্যোগে খলিশাকুড়া প্রি স্কুলের রুমে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি সোমবার প্রশিক্ষণটি পরিচালনা করেন, কারিতাসের মাঠ সংগঠক বেবী অমিতা সাংমা। উক্ত প্রশিক্ষনে সহায়ক হিসাবে ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। প্রশিক্ষণে জলবায়ু সহনশীল শস্য উৎপাদনের গুরুত্ব ও সুযোগ সুবিধা, কৃষিক্ষেত্রে জলবায়ু অভিযোজন ও উন্নত প্রযুক্তির ব্যবহারের কৌশল অগ্রিম শস্য উৎপাদন ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের বর্ষপঞ্জি জলবায়ু স্মার্ট ভিলেজ, আবহাওয়া, ঝুঁকি ও রোগবালাই ও ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত প্রশিক্ষণে খলিশাকুড়া জাসেংআ ওর্য়াড কমিটির ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।