শেরপুরের ঝিনাইগাতীতে কারিতাসের মর্যাদাপুর্ন ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় দুর্নীতি ও তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি রবিবার বাকাকুড়া কারিতাস অফিসে দিনব্যাপী এই প্রশিক্ষণ পরিচালানা করেন, কারিতাসের মাঠ সহায়ক কর্নে লিউস আরেং। তিনি দুর্নীতি কি, এর শ্রেণী বিভাগ, দুর্নীতির কারণসমুহ, ক্ষেত্রসমুহ, দুর্নীতির ঝুকি সমুহ আলোচনা করেন। বাংলাদেশ তথ্য অধিকার আইন, বিধিসমুহ, আইসিটির কার্যক্রম সমুহ সরকারী-বেসরকারী তথ্য প্রাপ্তীর জন্য যোগাযোগ বিষয়েও আলোচনা করেন তিনি। প্রশিক্ষণে কারিতাস সীডস কর্মসূচির এসআরজির ফোকালপার্সনবৃন্দ অংশগ্রহন করেন।