কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ধোবাউড়া জোনের উত্তর লাঙ্গলজোড়া গ্রামে আলোক-৩ প্রকল্পের বিভিন্ন কৃষক সংগঠনের সদস্যদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বুধবার মাঠ দিবসে বিভিন্ন কৃষক সংগঠন তাঁদের জৈব পদ্ধতিতে উৎপাদিত শাক-সবজি, ফলমূল ও অন্যান্য ফসলাদি প্রদর্শন করেন। মাঠ দিবসে কৃষকদের মাঝে অভিজ্ঞতা সহভাগিতা, উদপাদিত ফসল বাজারজাতকরণ নিয়ে আলোচনা করা হয়। উক্ত মাঠ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মি. সুবীর দিব্রা। ময়মনসিংহ আঞ্চলিক অফিস থেকে প্রতিনিধিত্ব করেন, আলোক-৩ প্রকল্পের কৃষি কর্মকর্তা এনা নকরেক। এছাড়াও কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রাক্তন কর্মী রাহাত হোসেন, ধোবাউড়া উপজেলার মাঠ কর্মী অতুল ম্রং, কমিউনিটি অর্গানাইজার নিশান রেমা, রুমেল মৃ প্রমূখ উপস্থিত ছিলেন।
১ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৫ মিনিট আগে