সিরাজগঞ্জে বিরল প্রজাতির দুইটি রাজ ধনেশ পাখিসহ দুই কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রওশন আলম জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের নির্দেশনে জেলা গোয়েন্দা পুলিশ ও সামাজিক বনায়ন বিভাগের যৌথ অভিযানে সিরাজগঞ্জ পৌর এলাকার বাজার ষ্টেশন চত্বরে অভিযান চালিয়ে ২টি বিলুপ্তপ্রায় রাজ ধনেশ পাখিসহ ২ জন আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, বগুড়া জেলার দুপচাচিয়া থানার ডাঙ্গাপাড়া এলাকার মৃত অছিমুদ্দির ছেলে আতোয়ার হোসেন (৫২) এবং ময়মনসিংহ সদর উপজেলার শষ্যমালা পশ্চিম্পাড়ার জামাল উদ্দিনের ছেলে মোঃ শামীম আহমেদ (২৯)
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রস্তুতি শেষে আদালতে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ইতিমধ্যে গ্রেফতারকৃত আসামী আতোয়ার হোসেনের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ ধারায় একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, ‘রাজ ধনেশ’ পৃথিবী জুড়ে অনেক মূল্যবান পাখি। বাংলাদেশে তা বিলুপ্ত প্রায়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই পাখির অনেক অবদান। কোন কোন রাজ ধনেশ লক্ষাধিক টাকা পর্যন্ত মূল্যমানের হতে পারে। বাংলাদেশে এই প্রজাতিটি একেবারেই বিলুপ্তির পথে। বাংলাদেশে এটি বিরল অথবা বিলীন হয়েছে। একসময় সম্ভবত সব মিশ্র চিরসবুজ বনেই রাজ ধনেশ বাস করতো। এখন চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার ও তিন পার্বত্য বন বিভাগের গহিন বনে কোথাও দু’একজোড়া চোখে পরে কালেভদ্রে। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় রাজ ধনেশ পাওয়া যায়। পাখি নিধন আইনত নিষেধ। অসাধু কিছু চক্র রাজ ধনেশ পাখি শিকার করে ‘ধনেশের তেল’ বিক্রি করে। এছাড়া পাহাড়িরা মাংস হিসেবে ধনেশ ধরে খায়। এমনকি প্রজনন কালে স্ত্রী-ধনেশ যে ডিমে তা দেয়, কুঠির ভেঙে ওই ডিমও পাহাড়িরা খায়। ফলে অস্তিত্বের সঙ্কটে পড়েছে ধনেশরা। সারা দেশে তাদের সংখ্যা খুবই কম। যে কটা টিকে আছে, তা তাদের নিজেদের যোগ্যতা বলেই।
১০ ঘন্টা ১০ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৮ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে