সিরাজগঞ্জের কামারখন্দে নিজ শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে স্ত্রীর মরদেহ মেঝেতে পরেছিল আর স্বামীর মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল।
রবিবার দুপুরের দিকে জেলার কামারখন্দ উপজেলার চৌবাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতেরা হলো, কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামের নরেন মোল্লার ছেলে শফিকুল ইসলাম মোল্লা ও তার স্ত্রী, বেলকুচি উপজেলার তামাই গ্রামের নুর হোসেনের মেয়ে নুরি খাতুন।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ নুরনবী প্রধান এ তথ্য নিশ্চিত করে জানান, এক বছর আগে জেলার কামারখন্দ উপজেলার শফিকুলের সাথে বেলকুচি উপজেলার নুরী খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলে আসছিল। রবিবার সকাল থেকে এই দম্পত্তি তাদের ঘড়ের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে বেলা দুপুরের দিকে ঘড়ের দরজা ভেঙ্গে দেখা যায় স্ত্রীর মরদেহ ঘড়ের মেঝেতে ও স্বামীর মরদেহটি ঝুলে আছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রী নুরি খাতুনকে শ্বাসরোধে হত্যা করে নিজে ফাসিতে ঝুলে আত্বহত্যা করেছে স্বামী শফিকুল। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
১০ ঘন্টা ১২ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৮ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে