তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে' গাইবান্ধায় বি.এন.পি. অফিস ভাংচুরের মামলায় আওয়ামী লীগ নেতা রঞ্জু ও জসিম গ্রেফতার। লোহাগাড়া উপজেলা যুবদল কতৃক ঈদ পূনর্মিলনী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মননা স্মারক প্রদান অনুষ্টান সম্পন্ন। শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার অতিরিক্ত যাত্রী তোলায় যমুনায় নৌকাডুবি : একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২ টাঙ্গাইলের ঘাটাইলে পরকীয়া সন্দেহে স্বামীর লিঙ্গ কেটে দিলো স্ত্রী চৌমুহনীর নৃশংস হামলায় মন্দিরে নতুন "বিগ্রহ প্রতিষ্ঠা" জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মন্দির পরিদর্শন অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ রুগীদের পাশে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ এক্ষুনি বিশ্বনাথের ইউএনও'র লাগাম টেনে ধরুন ওয়াপদার নিচে ঘের মালিকদের বসানো অবৈধ পাইপ লাইন অপসারনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে" ---খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। এসএসসি পরীক্ষার্থী ২০২৫ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন আনুলিয়ায় প্লাবিত মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ শুরু জমকালো আয়োজনে যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত প্লাবিত এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার, ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন পুড়ে ৮ বসতবাড়ি ঈদের ছুটিতে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে

সিরাজগঞ্জ শহরে জমজমাট স্ট্রিট ফুড ব্যবসা

সিরাজগঞ্জ শহরে এস এস রোড মাড়োয়ারি পট্টি সহ বেশ কিছু জায়গায় ভ্রাম্যমাণ খাবারের দোকানগুলো মানুষের কাছে দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জমজমাট হয়ে উঠেছে স্ট্রিট ফুডের ব্যবসা। 

রাস্তার পাশে ঝকঝকে চকচকে দৃষ্টিনন্দন একেকটি ছোট্ট চাকা-ঘর হয়ে উঠছে মুখরোচক খাবারের কেন্দ্র। তুলনামূলক কম দামে ‘স্ট্রিট ফুড’ খেতে বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় ভিড় জমান শিক্ষার্থীসহ ভোজন রসিক মানুষ।

কাঁচঘেরা ছোট্ট ‘স্ট্রিট ফুড’ এর দোকানে হাতে গ্লাভস পরে পরিষ্কার-পরিচ্ছন্নভাবেই পরিবেশন করা হয় খাবার। যেকোনো রেস্টুরেন্ট থেকে অনেক কম দামে চোখের সামনে তৈরি করা মজাদার হরেক রকম খাবার, অপরদিকে এ ব্যবসার সঙ্গে জড়িতরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। ইদানিং এই ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন উচ্চশিক্ষিত তরুণ-তরুণী থেকে শুরু করে অনেকেই।

স্ট্রিট ফুডের কথা বলতেই চিকেন ফ্রাই থেকে শুরু করে পিজ্জা, বার্গার, বাটার, নান, চাপ, চিকেন মমো, চিকেন তান্দুরি মমো, স্যান্ডউইচ, চিকেন রোল, সবই রাস্তার পাশে বিক্রি হচ্ছে। সন্ধ্যার পর চোখে পড়ে স্ট্রিট ফুডের বাহারি ভ্রাম্যমাণ দোকান। কেউ দাঁড়িয়ে কেউবা বসে খাবার খাচ্ছেন, কেউবা আবার অপেক্ষায়।

এছাড়া কম দামে পাওয়া যায় বলে প্রতিনিয়ত বাড়ছে ক্রেতা। চিকেন ফ্রাই ৫০ টাকা, বার্গার ৫০ টাকা, চিকেন শর্মা ৫০ টাকা চিকেন চাপ ৫০ টাকা, বাটার নান ২০ টাকা, চিকেন মমো ৬০ টাকা, চিকেন তান্দুরি মমো ৬০ টাকা স্যান্ডউইচ ৬০ টাকা চিকেন রোল ৬০ টাকা এছাড়া বাহারি সব খাবার মেলে স্ট্রিট ফুডের দোকানগুলোতে।

বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্রি হয় এসব খাবার। শহরে প্রায় ২০ থেকে ২৫ টা দোকানে বিক্রি হয় এসব খাবার, প্রতিদিন প্রায় ৩ লাখ টাকার খাবার বিক্রি হয় এসব দোকানে।

বার্গার এন্ড শর্মা হাউজের স্বত্বাধিকারী জাহিদ হাসান বলেন, প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকা বিক্রি হয় এই দোকানে এখন ৮ জন স্টাফ নিয়ে ভালোই চলছে তার ভ্রাম্যমাণ স্ট্রিট ফুড ব্যবসা। খাবার পণ্য ক্রয় ও স্টাফদের হাজিরা দিয়ে দৈনিক ১ হাজার টাকার মতো আয় হয়। 

ইয়ামমি ফুডের স্বত্বাধিকারী রায়হান শেখ বলেন, ৬ মাস হলো এখানে ব্যবসা করছি, আমার এই দোকান থেকে প্রতিদিন বিক্রি হয় ১২ থেকে ১৩ হাজার টাকা চারজন কর্মচারী আমার দোকানে কাজ করে, সব খরচ বাদ দিয়ে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ টাকা ইনকাম হয় আমার।

স্ট্রিট ফুড খেতে আসা সাদিক জানান, রেস্টুরেন্টের তুলনায় এখানে দাম কম পাওয়ায় প্রতিনিয়ত আমরা এখানে খেতে আসি।

স্কুলের ছাত্রী রুমঝুম পোদ্দার বলেন, বার্গার, চাপ বেশি পছন্দ করি। দামে কম ও মানেও বেশ ভালো। চোখের সামনে স্বাস্থ্যকর উপায়ে তৈরি হচ্ছে এসব খাবার। এজন্য খেতে সমস্যা মনে করি না।

রিকশাচালক মোকসেদ বলেন, সারাদিন রিকশা চালাই আর বিকেল হলেই এ দোকানগুলো থেকে অর্ডার নিয়ে বাড়ি বাড়ি হোম ডেলিভারি করি, প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা বাড়তি আয় হয় আমার।

আরও খবর