সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ-মাদলা পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু বিক্রয় করে আসছে একটি প্রভাবশালী মহল।
জানা যায়, কোনরকম নিয়মনীতির তোয়াক্কা না করে করে একটি প্রভাবশালী মহল এ অবৈধ বালুর ব্যাবসা করে আসছে। এ পয়েন্টে মাটি কেটে বিক্রি করারও অভিযোগ রয়েছে। ঘটনা স্থলে উপস্থিত হয়ে ইদ্রিস আলীকে পেয়ে তার কাছে জানতে চাইলে তিনি জানান, প্রতিটা ট্রাক ৮৫০ টাকা দরে ইটভাটা সহ বিভিন্ন ক্রেতাদের কাছে বালু বিক্রি করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার ছাড়াই কিভাবে বালু বিক্রি হয় এ বিষয়টি শাহজাদপুরের বিভিন্ন সচেতন নাগরিক সমাজ ও সাংবাদিকদের ব্যাক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ঝড় উঠেছে।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন এর নজরে আসার পর তিনি পোতাজিয়া ইউনিয়ন ভুমি অফিসের নায়েবকে পাঠান বালুর পয়েন্টে এবং সাময়িক বন্ধ করার নির্দেশ দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, আমি নায়েবকে পাঠিয়েছি বালুর স্পটে। বন্ধ করতে বলা হয়েছে। তিনি আরও জানান, এবিষয়টি তদন্ত করে দেখে যদি অবৈধ হয় অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
১০ ঘন্টা ১০ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৮ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে