সুনামগঞ্জের দিরাইয়ে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ ২০ আহত হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামের ইউপি সদস্য মামুনুর রশীদ, মাহবুব মিয়া ও অলিউর রহমান, তেরাব আলীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে তিন চার রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানা গেছে। ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে গুরুতর আহত মুস্তাফিজুর, হাবিবুর রহমান, ওমর ফারুক, মনর আলী, সাইফুল, মামুনুর রশীদ, দেলোয়ার হোসেন, আসকর আলী, মাজহারুল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্য আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, গ্রামের তেরাব আলী, অলিউর রহমান ও ইউপি সদস্য মামুনুর রশীদ, মাহবুর এর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ দেখা দিলে গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে বিরোধে জড়িয়ে পড়ে।
উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা রয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে অলিউর রহমানের ভাতিজা জাহেদুর ও মামুনুর রশীদের ছোট ভাই জুনাইদের মধ্যে গৃহপালিত কবুতরের মালিকানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অর্ধ শতাধিক লোকজন আহত হয়। দিরাই থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। রফিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শৈলেন চন্দ্র দাস জানান, গ্রামে এই দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা রয়েছে। ইউপি সদস্য মামুনুর রশীদ গুলিবিদ্ধ হয়েছেন। তাকে সিলেট প্রেরণ করা হয়েছে।
৫ দিন ১৭ ঘন্টা ১৮ মিনিট আগে
১৪ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৮ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে
৩১ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৪ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে
৩৬ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৬ দিন ১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৭ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে