সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই শাহাদাত হোসাইন, এএসআই সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ অদ্য ০১-০৪-২০২৩ খ্রি. রাত ০১:৪৫ ঘটিকায় তাহিরপুর থানাধীন কুকুরকান্দি সাকিনের আবুল কালামের দোকানে অভিযান পরিচালনা করে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় আসামি ১। আবুল কালাম, পিতা-মৃত উম্বর আলী, ২। আ: রশিদ, পিতা-আ: ছাত্তার, ৩। আবুল কাশেম, পিতা-মৃত উমর আলী, ৪। আকাশ মিয়া, পিতা-খালেক মিয়া, ৫। সাঞ্জব আলী, পিতা-মৃত মন্তাজ আলী, সর্বসাং-কুকুরকান্দি, ৬। লায়েছ মিয়া, পিতা-মোস্তফা, সাং-বড়দল পুরানহাটি, ৭। সাইফুল, পিতা-মৃত আঃ ছামাদ, সাং-বদরপুর, ৮। জাহাঙ্গীর আলম, পিতা-মৃত সিরাজুল ইসলাম, ৯। মানিক মিয়া, পিতা-মৃত আক্কেল আলী, উভয় সাং-ইউনুসপুর, সর্বথানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জদের গ্রেফতার করেন। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি ১। তাস-৯২টি, ২। নগদ ২০৭৪/- টাকা, ৩। জুয়া খেলার আসরে ব্যবহৃত ০১টি হলুদ রঙয়ের কাপড়ের ব্যানার সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
৫ দিন ১৭ ঘন্টা ১১ মিনিট আগে
১৪ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
২৮ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে
৩১ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
৩৪ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৬ দিন ১৬ ঘন্টা ১০ মিনিট আগে
৩৬ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৭ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে