২৭ ছবির কড়চা
(নায়ক সালমান শাহ স্মরণে)
ছড়াকার(মাষ্টার) শফিক আহমদ পিয়ার
"কেয়ামত থেকে কেয়ামত" দিয়ে
তোমার চলা শুরু,
"জীবন সংসার" করলে রঙ্গীন
স্টাইলের গুরু।।
"স্বপ্নের পৃথিবি'তে গড়লে
"স্বপ্নের ঠিকানা"
"বিক্ষোভ" ছাড়াই করলে দখল
মনর সীমানা।।
ঢালিউডের ভেতর যখন
রূপ-রস-গন্ধ নাই,
"আঞ্জুমানে" উঠল কোরাস
"তোমাকে'ই চাই"
সুনামগঞ্জ টু সুন্দরবন
টেকনাফ-তেতুলিয়া,
চতুর্সীমায় ঝড় তুলেছে
"চাওয়া থেকে পাওয়া"।।
"প্রেম পিয়াসি" বন্ধু তুমি
"স্নেহ" তোমার তরে,
তোমার তরেই "মহামিলন"
"অন্তরে অন্তরে"।।
"প্রেম যুদ্ধ" "দেন মোহর" আর
"আশা ভালোবাসা",
তোমার তরেই "আনন্দ অশ্রু"
আংখি পানে ঠাসা।।
"তুমি আমার" "সুজন সখি"
তুমি "প্রিয়জন",
"স্বপ্নের নায়ক" "শুধু তুমি"
তুমি বুকের ধন।।
"এই ঘর এই সংসার" আর
হৃদ মন্দিরে ফাগুন,
জ্বলছে জ্বলুক "কন্যাদান"এ
"বুকের ভেতর আগুন"।।
লাল সবুজের শপথ নিলাম
হইবনা আর ছার,
সমুন্নত রাখবো মোদের
"মায়ের অধিকার"।।
খুন হয়েছ, "বিচার হবে"
খুনির রক্ষা নেই,
জেনে রেখ বন্ধু-সখা
"সত্যের মৃত্যু নেই"।।
রচনা:- মুসাফিরালয়(২০১৬)
২৭টি ছবির পরিচালকের নাম নিয়ে আরো একটি ছড়া। সালমান শাহর ২৭ ছবির পরিচালক কড়চা-২ কবি শফিক আহমদ পিয়ার ২০১৬ ★
'সোহানুর রহমান সোহান' দিলো
কেয়ামত থেকে কেয়ামত,
দেন মোহরে 'বিক্রম পুরি'
প্রেমের আলামত।।
প্রেম যুদ্বে 'জীবন রহমান'
'ঝন্টু' কন্যাদানে,
বুকের ভেতর আগুন ছবি
'ছটকু' বিনির্মাণে।।
সত্যের মৃত্যু নেই ও যে তাঁর
বিরাট অবদান,
যুগে যুগে হিরক খনি
হবেনা অম্লান।।
স্নেহ ছবির মূল কারিগর
'গাজী আনোয়ার',
স্বপ্নের পৃথিবীতে আবার
'বাদল খন্দকার'।।
স্বপ্নের ঠিকানা'টা দিলো
'এম এ খালেক' ভাই,
আঞ্জুমানে হাফিজ উদ্দিন
প্রিয়জনেও তাই।।
এই ঘর এই সংসার, পতি
'মালেক আফসারি',
তোমকে চাই 'মতিন রহমান'
হলেন কান্ডারি।।
'দিলিপ বাবু'র মহামিলন
বিক্ষোভে 'হান্নান',
জীবন সংসার 'জাকির রাজু'
স্বপ্নের নায়ক 'খান'।।
চাওয়া থেকে পাওয়া দিলেন
'এম এম সরকার'
'শিবলি সাদিক' আনন্দ অশ্রু
মায়ের অধিকার।।
শুধু তুমি 'কাজী মোর্শেদ'
বাংলার ঘরে ঘরে,
'শিবলি সাদিক' আবার বাজায়
অন্তরে অন্তরে।।
সুজন সখি, বিচার হবে
'শাহ আলম কিরন',
'জহিরুল হক' তুমি আমার
নাই তাতে পীড়ন।।
আশা ভালোবাসার মালিক
'তমিজ উদ্দিন চিশতি',
প্রেম পিয়াসি 'রেজা হাসমত'
ভিড়াও প্রেমের কিস্তি।।
২৭ ছবির পরিচালক
এইতো সমীকরণ,
আ-জনমে সালমান ভক্ত
করবে স্মরণ-বরণ।।